ডোমেইন-হোস্টিং কোথা থেকে কেনা উচিত?
কেন বাংলাদেশী প্রোভাইডারদের কাছ থেকে ডোমেইন-হোস্টিং কিনবেন?
এর আগে দুই বছর বাংলাদেশের একটি সনামধন্য ওয়েব হোস্টিং কোম্পানির টেকনিক্যাল সাপোর্ট টিমে কাজ করার সুবাদে ক্লায়েন্টদের সাইকোলজি এবং মার্কেটের চাহিদা নিয়ে মোটামুটি কিছু আইডিয়া পেয়েছি।
ডোমেইন,হোস্টিং বা সার্ভার পারচেজ করার কাজটা মূলত ওয়েব ডেভেলপাররাই বেশি করে থাকে। কারন বেশিরভাগ ক্লায়েন্টই এই মার্কেট সম্পর্কে কম ধারণা রাখে, তাই তারা সার্ভার পারচেজ করার ক্ষেত্রে তাদের ডেভেলপারের সাজেশন নিয়ে থাকে অথবা ডেভলপারকে দ্বায়িত্ব দিয়ে থাকে সার্ভার কেনার জন্য।
আমরা অনেকেই যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা কাস্টমাইজেশনের কাজ করে থাকি তাদের অনেক বড়ো একটা অংশ বিদেশি প্রভাইডারদের থেকে সার্ভিস নিতে স্বাচ্ছন্দবোধ করি। কিন্তু আমাদের মধ্যে অনেক বড়ো একটা অংশ জানেই না বাংলাদেশেও একটি হোস্টিং মার্কেট গড়ে উঠেছে।
বর্তমানে দেশে বেশকিছু কোম্পানি এবং মধ্যেম ও ছোট ছোট প্রোভাইডার তৈরি হয়েছে।
তার মধ্যে কিছু কোম্পানি আছে যারা নেইমচিপ, গোড্যাডি, ব্লু-হোস্টের থেকে অনেক বেটার সার্ভিস প্রভাইড করে। এটা অনেকের শুনতে হাস্যকর মনে হবে কিন্তু এটা বাস্তব সত্যি।
আমার দেখা কিছু কোম্পানি আছে যাদেরকে আমি প্রথম সারির কোম্পানি বলে থাকি, যাদের :- ২৪ ঘন্টা লাইভ চ্যাট ও ফোন কল সাপোর্ট, নিজস্ব অত্যাধুনিক ডাটা সেন্টার, অভিজ্ঞ সাপোর্ট টিম, সিপ্যানেলের পার্টনারশিপ, মাল্টিপল কান্ট্রির সার্ভার লোকেশন এবং একটি কোম্পানি আছে যারা ICANN সার্টিফাইড ডোমেইন প্রোভাইডার।
এখন আমার প্রশ্ন হল?
এই সব কিছু যদি আপনি বাংলাদেশী প্রোভাইডারের থেকে পেয়ে যান তাহলে কেনো আপনি বিদেশি প্রোভাইডারদের থেকে সার্ভিস নিবেন?
অনেক ইউজারদের দেখছি বিদেশি কোম্পানি থেকে হোস্টিং কিনে বিভিন্ন ভাবে ভুক্তভোগী হয়েছেন। বড়ো বড়ো কোম্পানি থেকে ঠিক মতো সাপোর্ট না পাওয়া, কার্ড দিয়ে ডলার কেটে নেয়া, কমিউনিকেশন ঝামেলা সহ আপনাদের অনেক ইস্যু দেখেছি। যেখানে আপনি দেশি কোম্পানি থেকে সহজেই লোকাল কার্ড বা বিকাশ-নগদ ব্যবহার করে সার্ভিস নিতে পারতেন, ২৪/৭ লাইভ সাপোর্ট পেতেন।
দেশি কোম্পানি থেকে সার্ভিস নিলে এতে যেমন আপনার সুবিধা হতো সাথে দেশি কোম্পানিতে পেমেন্ট করলে দেশের টাকা দেশেই থাকতো।
অনেক কাস্টমার দেশি কোম্পানি থেকে ডোমেইন-হোস্টিং কিনে ভুক্তভোগী হয়েছেন বা হচ্ছেন। তাদের উদ্দেশ্য কিছু কথা:
১. যাদের কাছ থেকে সার্ভিস নিবেন ভেবেছেন তারা মার্কেটে কত বছর থেকে সার্ভিস দিচ্ছে সেটি জানুন।
২. তাদের ফিজিক্যাল কর্পোরেট অফিস আছে কিনা খোঁজ নিন।
৩. সিপ্যানেলের অরিজিনাল লাইসেন্স প্রভাইড করছে কিনা। এটি চেক করতে পারবেন এখান থেকে (verify.cpanel.net)।
৪. ২৪/৭ সাপোর্ট প্রভাইড করে কিনা।
৫. ডাটার ব্যাকআপ রাখে কিনা।
৬. সার্ভার গুলো লেটেস্ট কিনা।
৭.বেসিস, ইক্যাবের মেম্বারশিপ আছে কিনা। ইত্যাদি ইত্যাদি
ঠকতে না চাইলে অবশ্যই এই পয়েন্ট গুলো এনশিওর করবেন। কখনো কোথাও সস্তায় অফার দেখেই ঝাপিয়ে পরবেননা পস্তাতে হবে।
বাংলাদেশের সেরা ওয়েব হোস্টিং কোম্পানি
Best Web Hosting Company in Bangladesh of 2025 Detailed Review
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কয়েকটি ডেটাসেন্টারে দুর্ঘটনা এবং আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অনেক BDIX হোস্টিং ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে প্রভাইডাররা যথাসাধ্য চেষ্টা করেন ভালো সার্ভিস দেয়ার জন্য। দুর্ঘটনা পিছনে কারোর হাত নেই এমন অবস্থায় কারোরই কিছু করার থাকে না তাই নিজের ডাটা নিজ নিজ উদ্যোগে ব্যাকআপ রেখে সেইফটি এনশিওর করবেন।
দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দ্বায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের৷ দেশের উদীয়মান এই ইন্ডাস্ট্রিকে বড়ো করা আমাদের সকলের দ্বায়িত্ব। তাই আমরা যারা টেক ইন্ডাস্ট্রিতে কাজ করি তাদের সকলের উচিত কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরকে সাপোর্ট করা।
সাহোল বিন সেলিম (সাদ)
টেকনিক্যাল কন্টেন্ট রাইটার